
বগুড়া, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়ায় রক্তদাতাদের সংগঠন ‘রক্তস্পন্দন’-এর কিউআর কোড সম্বলিত স্টিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। এছাড়া, বক্তব্য দেন সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. মো. মেহরাব হোসেন অনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থী ও শজিমেক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, বগুড়া জেলা বিএমএ’র আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং বগুড়া জেলা ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী।
রক্তস্পন্দন জানায়, কিউআর কোড স্ক্যানিং স্টিকার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি রক্তদানে আগ্রহী তরুণ-তরুণীদের যুক্ত করার নতুন উদ্যোগ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আল শাহরিয়ান খান আকাশ, ডা. মুশফিক সাহাব অভি, জুবায়ের তালহা তানবিন, ফয়সাল মাহবুব জয়, সাহানুর রহমান সুহান, মুহতাসিম আমিনুর ও তানভীর হোসেন।