অভিভাবকদের সচেতনতা শিক্ষার মানোন্নয়নে জরুরি

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৩
ছবি : বাসস

রংপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

আজ রোববার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা এ অভিমত প্রকাশ করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকরা সচেতন হলে ভালো ফলাফল নিশ্চিতভাবে অর্জিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. আব্দুল মতলেব।

সমাবেশে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. একরামুল হক, মো. নুরুজ্জামান মিয়া, মো. আবুল কাশেম, মো. আব্দুল জলিল, নির্মল সরকার, মো. আখতারুজ্জামান, পরিচালনা কমিটির সদস্য মো. সবুজ মিয়া এবং অভিভাবকগণ—শোভনা বেগম, তৌহিদ আহমেদ সুমন, নুরুননবী হাসান, মনোরঞ্জন রায়, নির্মল রায়, সাজু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

তারা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক-অভিভাবক একযোগে বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে একটি আলোকিত জাতি গড়ে তোলা সম্ভব হয়।

প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন, অভিভাবকদের মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানদের বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত। এতে শিক্ষার্থীরা পড়াশোনা এড়িয়ে যেতে পারবে না।

তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষককে প্রতিটি শিক্ষার্থীর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে দুর্বল হয়, তাকে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পাঠদান করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার মান বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
১০