চিতলমারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সভা

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:০৫
ছবি : বাসস

বাগেরহাট, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের চিতলমারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে চিতলমারী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পলাশ বর্মন, ইউপি সচিব মুহাম্মদ এহসানুল হাসান (সোহেল), মো. মোয়াজ্জাম হুসাইন, রতন বালা, মোকলেছুর রহমান, দীনবন্ধু ও মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় ইউএনও মো. সাজ্জাদ হোসেন গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

তিনি বলেন, গ্রাম আদালত হচ্ছে জনগণের সহজপ্রাপ্য ন্যায়বিচারের প্রথম ধাপ। এখানে সেবা যত দ্রুত ও স্বচ্ছ হবে, তত বেশি জনআস্থা বৃদ্ধি পাবে। সে জন্য সচিব ও গ্রাম আদালত সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, রেজিস্ট্রেশন ও নথি সংরক্ষণে আধুনিক পদ্ধতি অনুসরণ এবং সেবাগ্রহীতাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ, সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
১০