দিনাজপুরে বিএনপি প্রার্থী পিনাক চৌধুরীর গণসংযোগ সভা

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:১৮
দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নির্বাচনী গণসংযোগ সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

দিনাজপুর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নির্বাচনী গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। আটগাঁ ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা ও ব্যানার-ফেস্টুন হাতে কর্মীদের অংশ গ্রহণে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। 

নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমি গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম। এবারও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আমাকে পুনরায় দিনাজপুর-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে মতের ভিন্নতা থাকতে পারে, তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য এক—গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা। যারা মনোনয়ন না পেয়ে হতাশ, তাদের আমি আহ্বান জানাই—চলুন আমরা সবাই ঐক্য বদ্ধ ভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।

পিনাক চৌধুরী বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে, দিনাজপুর-২ আসনে দুর্নীতি বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে কাজ করব।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই এলাকার জনগণ আর বিভ্রান্ত হবে না। তারা ধানের শীষের পক্ষে রায় দেবে।

সভায় আটগাঁ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোমিনুল-মুশফিকের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়
ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা
ঢাবি জসীম উদদীন হলের এক শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক লাভ
বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
বরিশালে ১০ মেধাবী শিক্ষার্থী পেল ‘মনোরমা বসু মাসিমা শিক্ষাবৃত্তি’ 
১০