
খুলনা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারে স্মার্ট কার্ড ও বুক রিটার্ন স্টেশন উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফিতা কেটে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্ণাঙ্গ অটোমেশন বাস্তবায়নের ধারাবাহিকতায় স্মার্ট কার্ড ও বুক রিটার্ন স্টেশন চালু করা হলো। অটোমেশনের যাত্রায় আজকের (গতকাল) দিনটি একটি বড় মাইলফলক। একটি সমৃদ্ধ গ্রন্থাগারই একটি বিশ্ববিদ্যালয়ের মান, চিন্তাশক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতিফলন ঘটায়।
তিনি আরও বলেন, নতুন চালু হওয়া স্মার্ট কার্ডে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে এটি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। গ্রন্থাগার সেবার মানোন্নয়নে কারও মতামত থাকলে লাইব্রেরিতে সংরক্ষিত মতামত বইয়ে তা লিপিবদ্ধ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) ড. তারেক বিন সালাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে ২৩ ব্যাচের ৬৫১ জন শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করে তাদের লাইব্রেরি স্মার্ট কার্ড প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদেরও প্রদান করা হবে। শিক্ষকদের স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। ভবিষ্যতে কর্মকর্তা ও কর্মচারীদেরও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
স্মার্ট কার্ডের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বয়ংক্রিয়ভাবে বই ইস্যু ও রিটার্ন করা যায়। স্মার্ট কার্ড সেলফ ইস্যু/রিটার্ন মেশিনে সুইপ করলে ব্যবহারকারীরা তাদের ইউজার প্রোফাইল ও ইস্যুকৃত বইগুলোর তথ্য দেখতে পারবেন। কার্ডটি লাইব্রেরিতে প্রবেশাধিকার হিসেবে ব্যবহার করা যাবে।
ভবিষ্যতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কার্ডে অতিরিক্ত তথ্য ও সেবা সংযুক্ত করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও পরিষেবাকে এক কার্ডে একীভূত করা সম্ভব, ফলে শিক্ষার্থীরা এক কার্ডেই বহুসেবা গ্রহণ করতে পারবে।
এ ছাড়া নতুন চালু হওয়া বুক রিটার্ন স্টেশনের মাধ্যমে লাইব্রেরির নির্ধারিত সময়ের বাইরে, এমনকি ছুটির দিনেও, যে কোনো সময় বই ফেরত দেওয়া যাবে। ব্যবহারকারী স্টেশনে বই জমা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে রেকর্ড হবে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে খারিজ হয়ে যাবে।