ঝালকাঠিতে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:২৪
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। ছবি ; বাসস

‎ঝালকাঠি, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস):‎‎আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‎‎সভায় জানানো হয় যে, শহরের পৌর খেয়াঘাটের বৌদ্ধভূমি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ   এবং ‎মুক্তিযোদ্ধা ও সর্বসাধারণের সমাবেশ অনুষ্ঠিত হবে। 

১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, সকাল ৯টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে, দুপুরে শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ‎

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ একটি জাতির জন্য মহত্তম গর্বের বিষয়; সবার ইতিহাসে এমন সুযোগ আসে না। তাই বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের দুই দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

‎‎তিনি আরও বলেন, কুচকাওয়াজ, তোপধ্বনি, সংবর্ধনা—প্রতিটি আয়োজন সময়মতো এবং মান বজায় রেখে সম্পন্ন করতে হবে, যেন জেলা পর্যায়ের মানুষ একটি পরিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান উপভোগ করতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কসমোপ্রফ-ভারত ২০২৫ : আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে বাংলাদেশের উপস্থিতি
ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধে সিআইডি-বাংলাদেশ ব্যাংক-এমএফএসের মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের উদ্যোগ
মুগদায় পিস্তল-গুলি, ম্যাগজিন ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেফতার
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা বৃহস্পতিবার
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
ডিসেম্বরে ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস ও আধুনিক ল্যান্ডিং পেজ চালু করবে ডিএসই 
হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
১০