বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এনআইসিভিডিতে কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২১:২২
মঙ্গলবার বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : পিআইডি

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতালে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এনআইসিভিডিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় চীনের সহায়তায় প্রতিষ্ঠিত ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পুনর্নির্র্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘রোগীদের বিদেশমুখিতা কমাতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে। গরিব থেকে ধনী সবার জন্য একই কাতারে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

স্বাস্থ্য উপদেষ্টা দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ শয্যা ও ১০ শয্যার ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ দল দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে। এ বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ও চীন সরকারে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০