জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে ৫২৭ জন ওসি বদলি

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২২:১২

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথমবারের মত লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন অফিসার-ইন-চার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এ.এইচ.এম. সাহাদাত হোসেন মঙ্গলবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মহানগর ছাড়া দেশের ৬৪ জেলার সব থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি আদেশও জারি করা হয়েছে।

সাহাদাত হোসেন আরও বলেন, এই নজিরবিহীন পদক্ষেপের লক্ষ্য নির্বাচনের সময় নিরপেক্ষতা নিশ্চিত ও দায়িত্ব সঠিকভাবে পালন এবং স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ইউনিট প্রধানদের সুপারিশের ভিত্তিতে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়। যাচাইকৃত সেই তালিকা থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। 

এসব বদলির মধ্যে রয়েছে—ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ জন ওসি, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১ জন এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ জন।

এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একইভাবে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০