রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৯
রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার এবং যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার এবং যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ীর উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী শ্রীপুর লজ্জতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা তুলে ধরেন। মানবিক মূল্যবোধের চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ, সচেতনতা বৃদ্ধি, নৈতিক এবং ধর্মীয়  শিক্ষা বিস্তারের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে মত প্রকাশ করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশার একশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্তরে নারী ও শিশু নির্যাতন , মানব পাচার ও যৌতুক প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করতে আপনাদের পাশে থাকবে। এ ব্যাপারে তিনি নারী-পুরুষ সকলকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০