রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় দেবর গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০২

রাজশাহী, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে গৃহবধূকে হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি ইয়াসিন আলী ওরফে জনিকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গ্রেপ্তারকৃত জনি নগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার জফুর উদ্দিনের ছেলে। সে ওই গৃহবধূর দেবর। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে নগরের আমচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভুগরইল গ্রামের এজাহারনামীয় ৬ নম্বর আসামি ইউনুস আলীর সঙ্গে বিয়ে হয় ভিকটিমের। বিয়ের পর থেকে তার স্বামীর পরিবারের সকলেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে তার মাকে ফোন করে জানায় তার মেয়ে মারা গেছে। এরপরই ভিকটিমের বাবা ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়।

এ ঘটনায় নিহতের বাবা রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় ৬ জনকে এজাহারনামীয় ও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আত্মগোপনে চলে যান। ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের অভিযানে নামে র‌্যাব। মামলার এজাহারনামীয় আসামিরা ভিকটিমের শ্বশুর, দেবর ও শাশুড়ি। 

এর ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদ ভিত্তিতে নগরের শাহ মখদুম থানাধীন আম চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে মূলহোতা ও ২ নম্বর আসামি ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০