কালীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ পেলেন দেড় হাজার কৃষক

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮
কালীগঞ্জে দেড় হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি: বাসস

ঝিনইদহ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে ১ হাজার ৪২০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

আজ বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এসব বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়াসহ কৃষি বিভাগ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উফশী ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১ হাজার ৪২০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

এ সময় ১২০ জন কৃষকের মধ্যে উন্নত জাতের হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করে কৃষি বিভাগ।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। খাদ্য ঘাটতি পূরণে ও ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০