ঝিনাইদহে প্রতিবন্ধী দিবসে শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

ঝিনাইদহ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): "প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" এ প্রতিপাদ্যে জেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবসে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। 

এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস বলেন, বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। 

তারা আমাদের সন্তান, তারা সমাজের বোঝা নয়। আমরা তাদেরকে সাথে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

পরে দিবস উপলক্ষে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০