খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯
আজ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল। ছবি : বাসস

দিনাজপুর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে শহরে ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আবু রায়হান রহমানী।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মো. হাফিজুর রহমান, মাহবুব রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মণ্ডল বকুলসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন।

এর আগে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, সর্বস্তরের মানুষ রাজনৈতিক মত পার্থক্য ভুলে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেন। তিনি এ দেশের গর্বিত রাজনীতিবিদ। দেশের কল্যাণে তিনি বিগত সময়ে ৩ বারে প্রধানমন্ত্রী থেকে দেশবাসীর উন্নয়নে অনেক কাজ করেছেন। আমরা তাঁর দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করছি। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানো জন্য হাদিকে গুলি করা হয়েছে : সারজিস আলম
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
১০