মালদ্বীপের কৃষি সক্ষমতা বাড়াতে বাংলাদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির কৃষি খাতের আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও প্রযুক্তিগত জনবল পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার মালদ্বীপের হানিমাদহু দ্বীপে স্থানীয় কাউন্সিল পরিচালিত একটি কৃষি কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ প্রস্তাব দেন। এ সময় তিনি দ্বীপটির সিটি কাউন্সিলর আব্দুর সাত্তার হাসানের সঙ্গে টেকসই কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, খাদ্য নিরাপত্তা ও দুই দেশের মধ্যে কৃষিভিত্তিক নতুন সহযোগিতা উদ্যোগের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। 

হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম কৃষি কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা, কর্মী ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মালদ্বীপের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে টেকসই কৃষি উন্নয়ন, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার জানান, বাংলাদেশের কৃষি গবেষণা, উদ্ভাবন, পল্লী উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ মালদ্বীপের কৃষি সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি মালদ্বীপের কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ এবং জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথাও তুলে ধরেন। 

হাইকমিশনার আশা প্রকাশ করেন, দুই দেশের এই সহযোগিতা বৃদ্ধি পেলে মালদ্বীপে স্থানীয় উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ত্বরান্বিত হবে।

সবশেষে তিনি মালদ্বীপের জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন ও কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলতে বাংলাদেশ পাশে থাকবে বলে আশ্বাস পুনর্ব্যক্ত করেন। 

পরিদর্শনকালে হাইকমিশনের শ্রম-কল্যাণ উইংয়ের কাউন্সিলর মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০