চাল ক্রয়, স্বাস্থ্যসেবা ও নদী খননে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:৩৭

ঢাকা, ৩ নভেম্বর, ২৯২৫ (বাসস) : বরিশাল, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়ায় চাল ক্রয়ে ভুয়া ভাউচার, হাসপাতাল সেবায় অনিয়ম এবং ড্রেজিং প্রকল্পের বালি বিক্রিতে দুর্নীতির অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম রাইস মিল থেকে চাল ক্রয়ে ভুয়া ভাউচার সৃষ্টি, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সদর খাদ্য গুদামে অভিযান চালায়।

এসময় দেখা যায়, মেসার্স আমিন রাইস মিল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাল সংগ্রহ করা হলেও ২০২৫ সালে সরবরাহে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত হয়। পাশপাশি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্পদ-সংক্রান্ত রেকর্ড জব্দ করা হয়েছে।

এছাড়া জামালপুর জেলা কার্যালয়ের টিম শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

এসময় ডাক্তার-কর্মচারীর সংকট, নোংরা পরিবেশ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও আইসিইউ-সিসিইউ কার্যক্রমে জনবল ঘাটতির প্রমাণ পাওয়া যায়। হাসপাতালের রেজিস্টার, হাজিরা বই, টেন্ডার ডকুমেন্টসহ বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে পাবনা জেলা কার্যালয়ের টিম বাঙালি-করতোয়া-ফুলজোড়-হরাসাগর নদী সিস্টেম ড্রেজিং প্রকল্পের বালি অবৈধভাবে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডে অভিযান পরিচালনা করে।

রেকর্ড পর্যালোচনায় জানা যায়, সেনাবাহিনী (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড) প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বালি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। তবে একটি ডাইকের বালি এখনও বিক্রি হয়নি। যোগাযোগ সমস্যার কারণে দরদাতা না পাওয়ার তথ্য জানায় কর্তৃপক্ষ।

বগুড়া জেলা কার্যালয়ের টিম একই প্রকল্পের আওতায় ড্রেজিং বালি বিক্রিতে দুর্নীতির অভিযোগে অভিযান চালায়। রেকর্ডপত্র থেকে জানা যায়, সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বালি জেলা পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দরপত্রে বিক্রি হয়েছে এবং রাজস্ব কোষাগারে জমা দেওয়া হয়েছে। টিম ৫টি ডাইক পরিদর্শন করে ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে।

সমস্ত অভিযানের সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট দুদক টিম শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০