চাঁদপুরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০
বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। ছবি: বাসস

চাঁদপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : হঠাৎ করেই বাড়তে থাকা শীত যেন সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড়ে মুড়িয়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবে হাত বাড়ালেন চাঁদপুরের জেলা প্রশাসক।

বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

শহরের কালীবাড়ি মোড়স্থ রেলওয়ে প্লাটফর্ম, লঞ্চঘাট, বড় স্টেশনের মোলহেডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার দৃশ্য। হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় তাৎক্ষণিক পরিকল্পনায় নেওয়া হয় এ মানবিক উদ্যোগ।

শীতবস্ত্র বিতরণের সময় ডিসি মো. নাজমুল ইসলাম সরকার বেশ কয়েকজন শীতার্তের খোঁজখবর নেন, কথা বলেন তাদের সঙ্গে। একজন বৃদ্ধা তাঁর হাত বুলিয়ে দোয়া করেন, কেউ কেউ কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণমাধ্যমকে জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রাস্তায় থাকেন, তাদের কষ্টও বেড়ে যায়। তাদের কষ্টের কথা ভেবেই এই কর্মসূচি।
তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলাতেও শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের প্রকৃত প্রয়োজন, সবাইকে এ সহায়তার আওতায় আনা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০