খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০২
ছবি : বাসস

রাজশাহী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

গতকাল বুধবার নগরীর অলোকার মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মসজিদে বাদ আছর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা আবদুল আউয়াল।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক সহসভাপতি আবদুস সবুর, সিনিয়র সাংবাদিক মহিব্বুল আরেফিন, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সিনিয়র সদস্য আহাদ আলী, জিয়াউল কবির স্বপন প্রমুখ। 

কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মসজিদের ইমাম আতিকুর রহমান। এতে রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম ও নির্যাতন সত্বেও তিনি পিছু হটেননি। তাই আগামীতেও দেশকে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বেগম খালেদা জিয়ার মত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়া’লার কাছে দোয়া চেয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন।
তারা আরও বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ এবং দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারণেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০