মাগুরায় ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯ আপডেট: : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৫
ছবি : বাসস

মাগুরা,৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরার শ্রীপুরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে তেল, চাল, সার-কীটনাশক, মুদি দোকানসহ অন্যান্য ভোগ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান পরিচালনা ও তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মেসার্স মা কালী স্টোরের মালিক অমল কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স অনন্ত কুণ্ডু এন্ড সন্সের মালিক অসীম কুমার কুণ্ডুকে ৫ হাজার টাকা এবং মেসার্স অমিত স্টোরের মালিক অমিত কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মত খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানো জন্য হাদিকে গুলি করা হয়েছে : সারজিস আলম
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
১০