মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ২০:১৬

মাদারীপুর, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার রাজৈর উপজেলায় আজ ঢাকা- বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় পলাশ গাইন (৩৪) ও বিপ্লব সরকার (৩৪) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজৈর উপজেলায় ঢাকা- বরিশাল মহাসড়কে কালিবাড়ি আইলেনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ গাইন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে। অন্যদিকে, বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রাম ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন ও বিপ্লব সরকার। তারা কালিবাড়ি আইলেন এলাকায় পৌঁছালে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ গাইন নিহত হন। গুরুতর অবস্থায় বিপ্লব সরকারকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মামুন আল রশিদ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০