
বাগেরহাট, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার চিতলমারী উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় চর্ম, যৌন ও মেডিসিন বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আবুল বাশার সাদী ও চিকিৎসক তন্ময় পাল রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাগেরহাট জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব আলম, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা নিউটন দাস।
কোডেক চিতলমারীর ব্যবস্থাপক মিরাজুর রহমান বলেন, কোডেক প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
সমৃদ্ধি কর্মসূচি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসগর হায়দার বলেন, বছরে ৬ মাস অন্তর অন্তর এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতিটি ক্যাম্পে ২০০ জন রোগীকে বিনামূল্যে কোডেক সেবা দিয়ে থাকে।
স্বাস্থ্য মাঠকর্মী শর্মি বিশ্বাস জানান, কোডেক এর বাস্তবায়নে এ মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।