সুনামগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:০৫
ছবি: বাসস

সুনামগঞ্জ, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মানবাধিকার সংগঠন ‘অধিকার’র উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। 

এ র‌্যালিতে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সার্জেন্ট (অব.) গোলাম রব্বানী, ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, সুনামগঞ্জ সদর স্কাউটস সম্পাদক বুরহান উদ্দিন, আরডিএস এর মিজানুল হক, মানবাধিকার কর্মী মিজানুল হক সরকার, তাজুল ইসলাম, শহীদ আহমেদ। 

এছাড়াও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সুনামগঞ্জ জেলা শাখা, এডাব জেলা শাখা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসক), জাতীয় মানবাধিকার সোসাইটি, এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার জেলা শাখার মানবাধিকার কর্মীবৃন্দ অংশ নেন। 

র‌্যালি শেষে পৌর শহরের লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অধিকা’র সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অধিকার’র সুনামগঞ্জ জেলা শাখার সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ও শেখ সামায়ূন রাশেদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছত্তার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল, শিক্ষক রওশন আরা রুবি, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, সাংবাদিক সুলেমান কবির, রাজু আহমেদ রমজান, মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, মানবাধিকার দিবসে আমাদের অঙ্গিকার হতে হবে কোনোভাবেই যেন আর মানুষ নারী নির্যাতন, সহিংসতা , গুম খুন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। বক্তারা আরো বলেন দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানো জন্য হাদিকে গুলি করা হয়েছে : সারজিস আলম
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
১০