
রাজশাহী, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি রিপন (৪৩) কে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।
আজ ভোর পৌনে ৫ টায় জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজপাড়া থানার একটি বিশেষ টিম।
গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এর বিরোধিতার জেরে ভিকটিম অমর ফারুক ওরফে শান্ত (২৪) কে নির্মমভাবে হত্যা করা হয়।
গতকাল বুধবার বিকাল ৫ টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকান সংলগ্ন ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর তার মৃত্যু হয়। এ ঘটনায় মোট ৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার সিটিটিসি মো. গাজিউর রহমান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।