
ঝালকাঠি, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় ‘সম-নাগরিকত্ব’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে আজ বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি এডাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাতিমা জাহান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার।
এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়ক কেএম জাহাঙ্গীর আলম আলোচ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন, ঝালকাঠি এডাবের সদস্য সচিব সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল।
সেমিনারে বক্তারা বলেন, দেশব্যাপী নাগরিক অধিকারের সমতা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সম-নাগরিকত্বের ধারণা সমাজে ছড়িয়ে দিতে হবে। ধর্ম, লিঙ্গ, জাতি ও অর্থনৈতিক অবস্থা বা জন্মসূত্রগত কোনো পরিচয়ই নাগরিক অধিকারে বৈষম্যের কারণ হতে পারে না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তখনই উন্নয়ন টেকসই হবে এবং রাষ্ট্রের প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে।
সমাজে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।