
টাঙ্গাইল, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিটের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড টাঙ্গাইল সদরের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া প্রমুখ।
আলোচনা সভার শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলার ঐতিহ্য লাঠি বাড়ি খেলা ও সংযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।