
নড়াইল, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিব বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ বেলা সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও টি এম রাহসিন কবির।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার অঙ্গীকারের কথা তুলে ধরেন। সবার সহযোগিতা নিয়ে তিনি নড়াইল সদর উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে চান। সাংবাদিকসহ সুধীজনদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসা: মেহেরুন্নেসার সঞ্চালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা এস এ বাকি, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. ওয়াকিউজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাভলু, শাহাবাদ মাজিদীয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল ড. খিজির আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্ন, পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি অশোক কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে উপাজেলা প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।