
পটুয়াখালী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার কুয়াকাটা পৌর এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ড, স্থানীয় বাজার ও বিভিন্ন বাড়িতে ৩১ দফা ঘোষণা বাস্তবায়নসহ বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার শেখ, সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম রাসেল, পৌর বিএনপি নেতা আবু বকর সিদ্দিক এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন উপস্থিত ছিলেন।
পৌর কৃষকদলের পক্ষ থেকেও পৃথক প্রচারণা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলী হোসেন খন্দকারের নেতৃত্বে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক জিএম গনি এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
এ ছাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়ার নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় দলীয় ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনে বিএনপিকে জয়ী করতে মাঠে কাজ করছে নেতাকর্মীরা।
কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার বলেন, ‘আমরা বাড়ি-বাড়ি গিয়ে তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও এবিএম মোশাররফ হোসেনের সালাম পৌঁছে দিচ্ছি। জনসাড়া ভালো মিলছে। আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকেই বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।’
তফসিল ঘোষণার আগ মুহূর্তে কুয়াকাটা পৌর এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহর থেকে গ্রাম—সব জায়গায় প্রচারণা জোরদার করেছেন।