
বাগেরহাট, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার মোল্লাহাট উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ঠাকুর (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
আজ ভোর সাড়ে ৫টার দিকে মোল্লাহাট মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালকের বরাতে স্থানীয়রা জানান, ঠাকুর ভোরে বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্যেশ্যে সেতুর ওপরে উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিজের লেন ছেড়ে সম্পূর্ণ বিপরীত লেনে উঠে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঠাকুর মারা যান।
পরে দ্রুতগতিতে দুর্ঘটনাস্থল ত্যাগ করে খুলনার দিকে পালিয়ে যায় গাড়িটি।
স্থানীয়রা জানান, ঠাকুর দীর্ঘদিন ধরে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে ঘাতক গাড়ির তথ্য পাননি বলে জানান তিনি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে বাসসকে জানান তিনি।