চলনবিলের মৎস্যচাষিদের জন্যে আদর্শ মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯
আজ চলনবিলের মৎস্যচাষিদের জন্যে আদর্শ মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ। ছবি : বাসস

নাটোর, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সিংড়ায় চলনবিলের মৎস্যচাষিদের অংশগ্রহণে আদর্শ মৎস্য চাষ ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী। 

কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, চলনবিলের মৎস্য সম্পদ উৎপাদনে সমৃদ্ধি এসেছে। উৎপাদনের এই ধারা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি গুণগত মানসম্পন্ন মৎস্য উৎপাদন নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মৎস্য বিভাগ সবসময় নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মৎস্য চাষিদের পাশে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলে মৎস্য সম্পদের সুরক্ষা প্রদানে উপজেলা প্রশাসন নির্ভীকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র দাস, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

মৎস্য বিভাগের আয়োজনে ‘গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০