শেরপুরে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা 

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

শেরপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরে অবৈধ ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রত্যেক ইটভাটার মালিককে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় অবৈধ ইটভাটায় এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হক।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জেলায় সরকারের অনুমোদন ছাড়া অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব ইটভাটার কার্যক্রম বন্ধে শেরপুর সদরের তাতালপুর মনকান্দা এলাকায় মেসার্স আশিকা ব্রিকস, মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস এবং ঝিনাইগাতীর মেসার্স বিপি ব্রিকসে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। 

এ সময় ওই তিন ইটভাটাকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ জরিমানা করা হয়। একইসঙ্গে এসব ইটভাটার তৈরিকৃত কাঁচা ইট ভেঙে দেওয়া হয় ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০