বিজিবির বিশেষ অভিযানে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪

লালমনিরহাট, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র বিশেষ অভিযানে ২৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে বাগভান্ডার বিওপির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করে। আজ বৃহস্পতিবার বিকেলে ১৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে বলে জানা যায়। ওই তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ১২.৫০ মিনিটে বাগভান্ডার বিওপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় বিজিবির টহলদল অভিযানে নামে।

অভিযানের সময় সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির সরকারি সিজার মূল্য ধরা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’

তিনি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

বিজিবির সফল এ অভিযানকে চোরাচালান প্রতিরোধে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০