নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দে ভাসছে বরেন্দ্র জেলা নওগাঁ

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

বাবুল আখতার রানা

নওগাঁ, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জেলায় সকল দলের প্রার্থী ও সাধারণ মানুষ খুশি হয়েছেন। অনেক দিন পর হলেও আবারো সুন্দরভাবে ভোট প্রদান করবে এমন খবরে আনন্দের জোয়ারে ভাসছে উত্তরের সীমান্তবর্তী জেলাবাসী। 

পুরো জেলায় এখন প্রধান আলোচনার বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১১টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এ জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন। এরই মধ্যে সবকটি আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী চ’ড়ান্ত করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫টি আসনে প্রার্থী চ’ড়ান্ত করেছে। নওগাঁ-৬ আসনটি ফাঁকা রেখেছে।

এ বিষয়ে নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, আমাদের এ জেলা ধান ও আম উৎপাদনের জেলা। দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ নির্বাচনের বাহিরে ছিল। নির্বাচন নামক শব্দটি মানুষ ভুলে গিয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্বাচনকে জাদুঘরে রেখে দিয়েছিল। বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি আগামী নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে। তাই আজ নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করায় আমরা সকলেই খুশি।

নওগাঁ সদর আসনের জামায়াতের প্রার্থী আ স ম সায়েম বলেন, গত ১৫ বছর আমরা মাঠে কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে পারিনি। কিন্তু আমাদের সাংগঠনিক ঐক্য ধরে রেখেছিলাম। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে এমন খবরে আমরা বেজায় খুশি।

নওগাঁ-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  মাহফুজার রহমান চৌধুরী বলেন, যুগে যুগে এ দেশের মানুষ অনেক রক্ত দিয়ে গেছে। কিন্তু দেশটা স্বাধীন হয়নি। মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারেনি। তাই দেশটাকে আমরাই পরিবর্তন করেছি। আজ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আমরা খুশি।

নওগাঁ শহরের তাজের মোড়ের ওষুধ ব্যবসায়ী আসাদ হোসেন বলেন, মানুষ দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্র গিয়ে দেখা গেছে অন্যজন নিজের ভোট দিয়েছেন। কিন্তু আজ দেশটা স্বাধীন। আমরা নিজের ভোট নিজে দিতে পারবো এমটা আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানো জন্য হাদিকে গুলি করা হয়েছে : সারজিস আলম
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
১০