অপেক্ষার পালা শেষ, তফসিল ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আমেজ

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২৩ আপডেট: : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

মোহা. শরিফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নির্বাচনী তফসিল ঘোষণার ফলে কেটে গেল নির্বাচনী অনিশ্চয়তা। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। 

তফসিল ঘোষণার পরে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানেও আনন্দ উল্লাস করতে দেখা গেছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের। জেলার বিভিন্ন স্থানের চায়ের দোকান ও বাজারে জমে উঠেছে নির্বাচনী আমেজ। 

তফসিল ঘোষণার পর কথা হয় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞার সঙ্গে। 

তিনি বাসসকে জানান, দেশের মানুষ অনেক দিন ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচন আদৌ হবে কিনা এ বিষয়ে জনসাধারণের মধ্যে অনিশ্চয়তা কাজ করছিল। বিশেষকরে একটি দল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করছিল। কিন্তু আজ তফসিল ঘোষণার ফলে সকল অনিশ্চয়তা কেটে গেল। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভালোভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।

কথা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফের সঙ্গে। তিনি বলেন, আজ নির্বাচনী তফসিল ঘোষণার ফলে নির্বাচন নিয়ে সকল ধোঁয়াশা কেটে গেল। 

তফসিল ঘোষণায় আনন্দ প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আবুল কাসেম বলেন, আজ খুব ভাল লাগছে। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন জরুরি। 

তফসিল ঘোষণার পরে শিবগঞ্জ বাজারে দেখা হয় তারাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মোবারক হোসেনের সঙ্গে। তিনি বলেন, দেশের মানুষ আজ খুব খুশি। জনগণের মনের ভাষা ও চাহিদা বুঝতে পেরে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ। 

তিনি আরও বলেন, আগামীতে মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য নির্বাচন কমিশনকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তফসিল ঘোষণার ফলে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যে সন্দেহ ছিল তা কেটে গেল। এখন গ্রামে, পাড়া, মহল্লায়, দোকানপাট, বাজারে জমে উঠবে নির্বাচনী আমেজ। প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারেদ্বারে যাবেন। সবমিলিয়ে নতুনরূপে দেখা যাবে নির্বাচনী আমেজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০