
দিলরুবা খাতুন
মেহেরপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অনেক দিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতেই মেহেরপুর জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার ভারী আবহ কেটে গিয়ে শহর থেকে গ্রাম—সবখানেই রঙিন হয়ে উঠেছে নির্বাচনী প্রস্তুতির বাতাস। চায়ের দোকান, মোড়ের আড্ডা, বাজারের চত্বরে যেন নতুন প্রাণের সঞ্চার।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মুখে ফুটে উঠেছে দীর্ঘ প্রতীক্ষার আনন্দ।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম বলেন, দেশজুড়ে কিছুটা দোটানা ছিল। তফসিল ঘোষণার পর মনে হচ্ছে সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরল। নির্বাচনী তফসিল ঘোষণায় এখন উৎসবের মতোই মনে হচ্ছে।
গাংনী উপজেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুর রাজ্জাক মাস্টার জানান, অনেকদিন ধরেই মানুষ জানতে চাইছিল কবে—আজ অবশেষে সেই দিন এল। এখন সবাই উৎসাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের মাঠ প্রাণ ফিরে পেল।
তফসিল ঘোষণার পরই শহরের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে জ্বলে উঠেছে আলোর মশাল। পোস্টার-ফেস্টুন ছাপানোর দোকানগুলোতে রাত থেকেই ভিড়।
মুজিবনগর উপজেলার এক যুবনেতা ফয়সাল হোসেন হাসিমুখে বলেন, এমন দিনের অপেক্ষায় ছিলাম। এখন আমরা মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। দলমত নির্বিশেষে এলাকার মানুষ নির্বাচনের আনন্দে মেতে উঠেছে।
সাধারণ মানুষের আগ্রহও চূড়ান্ত। ফুলবাগান পাড়ার চা ব্যবসায়ী আকবর আলী বলেন, নির্বাচনের সময় আমাদের ব্যবসাও জমে। মানুষ আনন্দে থাকে, আড্ডা জমে, কেনাকাটা বাড়ে। তফসিল ঘোষণার খবর শুনেই দোকানে যেন নতুন উৎসবের গন্ধ।
একই এলাকার কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, প্রথমবার ভোট দেব। তাই ঘোষণা শোনার পরই মনে হলো—আমিও দেশের বড় কাজে অংশ নিতে যাচ্ছি। এটা আমাদের নিজের উৎসব।
সন্ধ্যা নামতেই শহরের কোনায় কোনায় রঙিন আলো, ব্যানার টাঙানোর প্রস্তুতি, মাইক চেক করা, কর্মীদের ব্যস্ততা—সব মিলিয়ে মেহেরপুর যেন প্রস্তুতির পূর্ণতায়। চায়ের দোকানে চলছে উত্তেজনাপূর্ণ আলোচনা—কে প্রার্থী হবেন, কার সম্ভাবনা বেশি, কোন এলাকায় কী প্রতিক্রিয়া।
জেলা শহরের জেলা প্রেস ক্লাবের সামনে চা খেতে খেতে কয়েকজন তরুণ বলছিলেন, নির্বাচনের সময়টায় এলাকা জীবন্ত হয়ে ওঠে। সবাই এক ধরনের আনন্দে থাকে।
স্থানীয় স্কুলশিক্ষক রফিকুল ইসলাম মন্তব্য করলেন, নির্বাচন জাতির বড় উৎসব। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই মানুষের প্রত্যাশা নতুন করে জেগে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি।