
আবদুস সালাম আজাদ জুয়েল
চাঁদপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন। এর পর থেকেই চাঁদপুরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।
বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে, দোকানে, হাট-বাজারে, টি স্টলে, সিএনজি অটোরিকশা, ভ্যানচালক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে নির্বাচনের উৎসাহ ও আমেজ দেখা গেছে।
এই দিন সন্ধ্যায় তফসিল ঘোষণার পরে কথা হয় শহরের ব্যস্ততম এলাকার কালীবাড়ি মোড়ে রিকশাচালক খালেক মিয়ার (৫৫) সঙ্গে। তিনি জানান, এতোদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা করায় আমরা স্বস্তি পাচ্ছি, এবার ভোট হবে বলেই মনে হয়।
পৌর হকার্স মার্কেট এর বিক্রেতা আমজাদ হোসেন (৩৮) বলেন, আমরা এতোদিন ভেবেছিলাম সরকার নির্বাচন দিবে না, কিন্তু আজকে তফসিল ঘোষণার মাধ্যমে বুঝতে পারলাম দেশে নির্বাচন হবে। তবে আমরা চাই হানাহানি মুক্ত একটি স্বচ্ছ নির্বাচন।
কথা হয় স্থানীয় সাংবাদিক কে এম সালাউদ্দিনের সঙ্গে। তিনি জানান, নির্বাচনের বিষয়ে যে সংশয় ছিল এই তফসিল ঘোষণার মাধ্যমে তা কেটে গেছে। আশা করি, এবার তরুণ প্রজন্মের ভোটারদের উপস্থিতি ব্যাপক হবে এবং ভোট সুষ্ঠু-নিরপেক্ষ হবে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে।
চাঁদপুর পৌর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান বলেন, তফসিলের মাধ্যমে মানুষের মধ্যে তৈরি হওয়া আশঙ্কা কেটেছে। আমরা এই ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। আমরা চাই মানুষ এ বছর নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবে প্রশাসনের সহযোগিতায়। কোনো ধরনের বাঁধা আসবে না বিগত নির্বাচনের মত। সরকার এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিবে আগে থেকেই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলার আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, আমরা এই তফসিলকে স্বাগত জানাই। আশাকরি মানুষের কাঙ্ক্ষিত ভোট এবার সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সাধারণ মানুষ নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজেরাই দিতে পারবে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের পক্ষে। আমরা মাঠে ছিলাম। ইতোমধ্যে দলের পক্ষে জেলার সকল আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এখন তফসিলের মাধ্যমে নির্বাচনী ট্রেন চালু হলো। আমরা চাই, অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক।