শিরোনাম
জয়পুরহাট, ২৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনাসহ স্মার্ট বাংলাদেশের স্বপ্নগুলো নিয়ে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি।
জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী ”তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি” অনুষ্ঠানের আয়োজন করছে জয়পুরিয়ান ট্রাস্ট। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিস্ট্রিক্ট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেডিসাব)। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার ডিজিটাল বাংলাদেশের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আর স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হবে এদেশের তরুণ সমাজ। সে কারণে তরুণদের ভাবনা গুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজকে তাদের ভাবনাসহ স্মার্ট বালাদেশের স্বপ্নগুলো তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে ”তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি”। জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ছাড়াও জেলার অন্যান্য জনপ্রতিনিধিরা এবং জেলার তরুণ সমাজ বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ওই তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি” অনুষ্ঠানে যোগদান করবেন। জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ” তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি” আয়োজন সম্পর্কে বলেন, স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছে বর্তমানের তরুণ সমাজ। তরুণদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করবে স্মার্ট বাংলাদেশ। ওই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখা।