শিরোনাম
পাবনা, ২৯ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলার আটঘরিয়ায় ইঞ্জিন চালিত নসিমন (স্থানীয় যান) উল্টে চালক নিহত হয়েছেন।
নিহত নূরে আলম (৩৫) উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে নূরে আলম উপজেলার কুমারগাড়ি এলাকা থেকে মাছ ভর্তি নসিমন নিয়ে খিদিরপুর বাজারে যাচ্ছিলো। ঘন কুয়াশার কারণে নছিমনটি কুমারগাড়ী মসজিদের পাশে খাদে পড়ে উল্টে যায় । এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নসিমনের চালক নুরে আলমের মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।