বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫১

বগুড়া-৬ আসনে নৌকা প্রার্থী রিপু বিজয়ী

বগুড়া, ১ জানুয়ারি, ২০২৩(বাসস): বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) রাগেবুল আহসান রিপু বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে পরাজিত করেছেন। 
বগুড়া-৪ ও  ৬ এর শুন্য আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বগুড়া ৪  ও ৬ আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলম পরাজিত হয়েছে।  
বুধবার রাত পৌনে ১০ টায় জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তার সভা কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।  
বগুড়া-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এই আসনে ১৪৩ ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৯৭৫ সালের পর এই্ প্রথম বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামীলীগ প্রার্থী জয়লাভ করলো। তার নিকটতম প্রার্থী (ট্রাক) আব্দুল মান্নান আকন্দ (স্বতন্ত্র) পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭৪৩। 
বগুড়া-৪ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী রেজাউল আলম তানসেন (মশাল) ২০ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এই আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।