শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস): চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো: জিয়াউর রহমান নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি ৯৪,৯২৮ ভোট পেয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার ‘আপেল’ প্রতীক নিয়ে ২৫,৩৯৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো: আবদুল ওয়াদুদ ‘নৌকা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৫৯,৬৩৮ ভোট এবং তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো: সামিউল হক ‘আপেল’ প্রতীকে পেয়েছেন ৫৫,৯৮০ ভোট।
রিটার্নিং অফিসার ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান এ ফলাফল ঘোষণা করেন।