বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে। বিশ^ দরবারে বাংলাদেশের সকল ধর্মের মানুষের সহ অবস্থান প্রশংসিত হচ্ছে।
মন্ত্রী গতকাল রোববার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্যজয়পুরে শ্রীশ্রী হরিগুরু চাঁদ মরাই পাগল সেবাশ্রমে আয়োজিত ধর্মীয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মীয় উৎসবে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা: সনজিব দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারী, গোপালগঞ্জের ওড়াকান্দির মতুয়া মিশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির রঞ্জন বড়াল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
দু’দিন ব্যাপী ধর্মীয় উৎসবের ১ম দিনে মঙ্গলঘট স্থাপন, শ্রীশ্রী গীতাপাঠ, শ্রীশ্রী হরি লীলামৃত পাঠ, শ্রীশ্রী হরিগুরু চাঁদ মরাই পাগলের জীবনধর্মী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ ম রেজাউল করিম বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অমানুষিক নির্যাতন চালিয়েছিল তা তুলনাহীন। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী আবার ক্ষমতায় এলে দেশে নজিরবিহীন অশান্ত পরিস্থিতির সৃষ্টি করবে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন চালাবে।