বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন 

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। 

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিমান থেকে নামার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ ৮ ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপার্সন।
 
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
শেরপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
হাসিনার শাসন আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান
বগুড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, আমরা বিএনপি পরিবার
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির কোরাল মাছ 
খুদি বাড়ি : জলবায়ু সহনশীল ঘর নির্মাণই মেরিনা তাবাশ্যুমের স্বপ্ন
রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের দায়ে দুই উপ-সহকারী প্রকৌশলীকে শাস্তি
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের নিষেধাজ্ঞা
ঝিনাইদহে মাদক সহ যুবক আটক
১০