বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন 

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। 

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিমান থেকে নামার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ ৮ ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপার্সন।
 
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা মা সম্মাননা পেলেন ৩১ মা
বিশ্বে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ : বাণিজ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ঢাকার ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য নিরাপদ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
সবার জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল
বঙ্গোপসাগরকে প্লাস্টিক দূষণ থেকে মুক্ত করতে উদ্যোগ গ্রহণ
সিলেটে ৬ ডাকাত সদস্য গ্রেফতার
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
চীনা আধুনিকীকরণ বাংলাদেশের জন্য অনুকরণীয় নজির হতে পারে : রাষ্ট্রদূত
১০