ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৪
ছবি : বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েন করা হয়েছে।

ট্রাইব্যুনালে আজ চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষিত হবে। এ প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েন করা হলো।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার রায় ঘোষণা ১১ টার পরপর শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিষ্ট্রার অফিস তাদের এ তথ্য জানিয়েছে।

আজ সকালের দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে দেখা যায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়। সে অনুযায়ী সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে সেনা মোতায়েন করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি
তুরস্কের সঙ্গে যৌথভাবে জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার
বেরোবি ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে
সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা
শিবচরে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির অবস্থান
ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি-পুলিশের যৌথ নিরাপত্তা বলয়
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারীদের ঢল
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন
১০