বেরোবি ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৩
ছবি : বাসস

রংপুর, ১৭ নভেম্বর ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা চূড়ান্ত করার আগে প্রত্যেক প্রার্থীর ‘ ডোপ টেস্ট’ করা হবে। ডোপ টেস্টের (মাদক গ্রহণ করে কিনা) ফলাফল পজিটিভ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। 

গতকাল রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামানসহ সকল নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনি আচরণবিধি সম্বলিত বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত মতামত গ্রহণ চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যদি এর পক্ষে মত দেয়, তাহলে ডোপ টেস্টের রিপোর্ট কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে শিডিউল ঘোষণা করা হবে। আর যদি শিক্ষার্থীরা এর পক্ষে না থাকে, তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছুই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে করা হবে।

এ বিষয়ে আজ সকালে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী বেরোবি শিক্ষার্থী সুমন, কাব্য, আল আমিনের সাথে কথা হয়। তারা নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের ডোপ টেস্টের উদ্যোগকে স্বচ্ছ ও ইতিবাচক পদক্ষেপ বলে মনে করেন।

তারা বলেন, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। সৎ, যোগ্য ও চরিত্রবান প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। যার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব বেছে নিতে পারবে। যারা নেতৃত্বে আসবে তারা যদি মাদকসেবী হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কি শিখবে, কি জানবে?

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আচরণবিধি প্রণয়ন করেছে। এই আচরণবিধির লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা, প্রার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা, ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা এবং একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, উপাচার্য মহোদয়ের সাথে মতবিনিময়কালে অনেক শিক্ষার্থী ডোপ টেস্টের বিষয়টি তুলে ধরেছিল। তাই এটি আচরণবিধিতে যুক্ত করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে : রিজভী
মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
হাসিনাসহ দোষীদের ‘ফাঁসি’ দেওয়ার দাবি বিভিন্ন সংগঠনের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনার দুর্নীতি মামলার যুক্তিতর্ক ২৩ নভেম্বর
হাসিনার মামলার রায় : টিএসসিসহ ঢাকার বিভিন্ন স্থানে সরাসরি সম্প্রচার চলছে
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ঘোষণা হচ্ছে
দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
শেখ হাসিনার মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
১০