মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৭
ফাইল ছবি

মাদারীপুর, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস):আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

গতকাল রোববার বিকেল থেকে জেলা শহরজুড়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, বিশেষ নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবির সদস্যরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অধীনে দায়িত্ব পালন করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল বিকেল থেকেই পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে টহল শুরু করে। আজ সোমবারও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—বাসস্ট্যান্ড, নতুন বাজার, পুরান বাজার এলাকা ও প্রধান সড়কগুলোতে বিজিবি, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া টহল দেখা গেছে।

জেলা সদর থানার ওসি আদিল হোসেন জানান, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে আইন রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে,যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা এবং জনজীবন স্বাভাবিক। বর্তমানে কোথাও কোনো অঘটন ঘটেনি বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
শ্রীলংকাকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করল পাকিস্তান
বিশ্বকাপের টিকেট পেল রোনাল্ডো বিহীন পর্তুগাল
সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা 
শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
তার ছাড়াই একাধিক ডিভাইসে চার্জ দেবে ‘স্মার্ট পাওয়ার বক্স’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন বিমান চলাচল স্বাভাবিক হবে
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড
১০