শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:২৭

শেরপুর, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেলে নালিতাবাড়ীর দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের বাড়ির আঙিনার জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার বড় ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াকুব আলী ভাই হাতেম আলীকে ধারালো দা দিয়ে ঘাড়ের পেছনে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ৩১ মার্চ হাতেম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদ সফরে স্পেনের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭১ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ চুক্তি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বরিশালে আনন্দ মিছিল 
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে একটি নির্বাচনের জন্য : শামসুজাজামান দুদু
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে : ছাত্রশিবির
সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের প্রস্তুতি ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে : সিইসি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ
ঢাবিতে ভাষা আন্দোলন: ইতিহাস ও উত্তরাধিকার শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব
পৃথিবীর যেকোনো আদালতে একই শাস্তি হতো : চিফ প্রসিকিউটর
১০