
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (কারাস) পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম সম্পাদিত ‘ভাষা আন্দোলন : ইতিহাস ও উত্তরাধিকার’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাবির কারাস ভবনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বক্তব্য রাখেন। কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার পরিচায়ক। ভাষা আন্দোলনের একটি নির্মোহ ও বিভিন্নমুখী বিশ্লেষণ দরকার। এ গ্রন্থে ভাষা আন্দোলনকে বিভিন্ন প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়েছে। তিনি গ্রন্থের সম্পাদকদের অভিনন্দন জানিয়ে বলেন, লেখাগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। গ্রন্থের সারসংক্ষেপ সহজ ভাষায় সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।