
টাঙ্গাইল, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজজামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কি করে ভন্ডুল করা যায়, সেই চেষ্টা এখন চলছে। তবে এ পথে হেঁটে কোন লাভ হবে না। দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেটি হবে বিএনপির সরকার।
আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলে।
তিনি বলেন, মাওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করা মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করা। শহীদ জিয়াকে অনুসরণ করা হলো বেগম খালেদা জিয়াকে অনুসরণ করা, আর খালেদা জিয়ার পথ অনুসরণ করাই হচ্ছে তারেক রহমানকে অনুসরণ করা। ইতোমধ্যে তারেক রহমান জাতির আস্থা অর্জন করতে পেরেছেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।