
রাজবাড়ী, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। মডারেটর হিসেবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও ফেডারেশন জেলা শাখার সভাপতি লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া, ভিপিকেএ এর পরিচালক শাহীদা আক্তার সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রায় ৩০ জন সদস্য সভায় অংশ নেন।
বক্তারা বলেন, এনজিও ফেডারেশন জেলায় সরকারের দারিদ্র্যতা বিমোচন কর্ম সূচির পাশাপাশি, স্বাস্থ্যসেবা, কৃষি সম্প্রসারণ, ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদান, বনায়ন কার্যক্রম, বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ এবং দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা এ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।