কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:২০
আজ গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । ছবি : বাসস

কুড়িগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : “দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ সোমবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন অতিথিবৃন্দ। পরে সেখানে শিল্প-প্রকৌশল বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু এবং জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের মোট উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়নে সরাসরি যুক্ত ডিপ্লোমা প্রকৌশলীরা। তাদের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও নিরলস শ্রমেই অবকাঠামোগত অগ্রগতি দৃশ্যমান হয়। তাই প্রকৌশলীদের কল্যাণ, পেশাগত মর্যাদা ও আধুনিক প্রযুক্তি শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকৌশল দপ্তর, বিভাগীয় ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দিবসটি ঘিরে উৎসাহ-উদ্দীপনা ও পেশাগত উন্নয়নকে সামনে রেখে নতুন অঙ্গীকারে প্রকৌশলীরা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদ সফরে স্পেনের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭১ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ চুক্তি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বরিশালে আনন্দ মিছিল 
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে একটি নির্বাচনের জন্য : শামসুজাজামান দুদু
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে : ছাত্রশিবির
সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের প্রস্তুতি ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে : সিইসি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ
ঢাবিতে ভাষা আন্দোলন: ইতিহাস ও উত্তরাধিকার শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব
পৃথিবীর যেকোনো আদালতে একই শাস্তি হতো : চিফ প্রসিকিউটর
১০