সিলেট বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩১
ছবি : বাসস

সিলেট, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে বিচার বিভাগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর নৃশংস জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়েঁ ও শহীদ সোহেল আহম্মেদ স্মরণে এবং চলতি বছরের ১৩ নভেম্বর ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু।

এছাড়া বক্তব্য দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঞা প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিচারকদের নিরাপত্তার বিষয়ে আলোচকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। সভায় বক্তারা বিচারকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে : রিজভী
মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
হাসিনাসহ দোষীদের ‘ফাঁসি’ দেওয়ার দাবি বিভিন্ন সংগঠনের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনার দুর্নীতি মামলার যুক্তিতর্ক ২৩ নভেম্বর
হাসিনার মামলার রায় : টিএসসিসহ ঢাকার বিভিন্ন স্থানে সরাসরি সম্প্রচার চলছে
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ঘোষণা হচ্ছে
দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
শেখ হাসিনার মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
১০