কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৮
বন্য হাতি। ছবি : সংগৃহিত

রাঙামাটি, ১৭ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।   

নিহতরা হলেন; ঝরনা চাকমা(৬০) এবং সুবিতা চাকমা(৮০)। নিহত ঝরনা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান। 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাঙামাটি আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় রাঙামাটি  হতে কাপ্তাইয়ে যাওয়ার পথে একটি অটোরিকশা  বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা সকলেই হাতির আক্রমণের শিকার হয়। এতে ঝর্না চাকমা ঘটনাস্থলেই মারা যান। সুবিতা চাকমাকে ঝরনারাঙামাটি

একই দিনে কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশা হাতির আক্রমণের শিকার হয়। তিনি দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়। 

স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করে। 

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি। 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু আরও জানান, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

এছাড়া বনবিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতির দলটিকে নির্বৃত্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনার দুর্নীতি মামলার যুক্তিতর্ক ২৩ নভেম্বর
হাসিনার মামলার রায় : টিএসসিসহ ঢাকার বিভিন্ন স্থানে সরাসরি সম্প্রচার চলছে
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ঘোষণা হচ্ছে
দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
শেখ হাসিনার মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত ট্রম্পের
হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার: আইজিপি
ট্রাম্পের মোতায়েন করা ন্যাশনাল গার্ড শিকাগোর পোর্টল্যান্ড থেকে প্রত্যাহার : মার্কিন গণমাধ্যম
১০